নিজস্ব প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের মিলরেখে সাতক্ষীরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুারাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
০৫ ফেব্রুয়ারি বুধবার রাত থেকে ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর করা হয়। সূত্রে জানাগেছে, গত বুধবার রাতে সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়ে শহিদ আসিফ চত্ত্বরে, সাতক্ষীরা সিটি কলেজ মোড়, সাতক্ষীরা জেলা পরিষদ চত্ত্বর, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবের প্রতিকৃতি, দেবহাটা উপজেলার সখিপুর মোড়, কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ প্রান্তে থাকা শেখ মুজিবের স্তম্ভ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া শ্যামনগরেও বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করে।