দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বোরিং করে মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করার এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ৬ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযুক্ত মনিরুল ইসলাম উক্ত এলাকায় অনেক দিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সাথে ছিলেন দেবহাটা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান।