শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে আটাশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

সকাল ডেস্ক : ০৭ ফেব্রুযারি (২৫ শুক্রবার) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে আটাশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ০৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফলমোড় নামক স্থান হতে ০১ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ এবং ০৬ বোতল ভারতীয় মদ আটক করে। আপর দিকে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমন্ত পিলার ৪/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানের ঘের নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুশখালি কল বাজার আম বাগান নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কেড়াগাছি খাল মুখ নামক স্থান হতে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন মসজিদ ও গাজিপাড়া পাকা রাস্তা নামক স্থান হতে ১৮,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং শাড়ি আটক করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মাওলানা বাড়ি মোড় নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালী নামক স্থান হতে ১,৯৩,০০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল আটক করে। সর্বমোট ২৮,৩৩,০০০/- (আটাশ লক্ষ তেতত্রিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় শিক্ষকদের মাঝে চাকুরীজীবি ইউনিয়নের ঋণ বিতরণ

শ্যামনগরে চেয়ারম্যান সাঈদ ভাইস চেয়ারম্যান রিপন ও ডলি নির্বাচিত

মাছখোলা আদর্শ যুব সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইদুল-সম্পাদক ফারুক

সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা

তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন

‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে জেলা নাগরিক কমিটির ধন্যবাদ

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা

আ’লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরা জেলা এনসিপি’র বিক্ষোভ সমাবেশ

প্রতাপনগরের মেধাবী ছাত্র মাদ্রাসায় যেতে হিমশিম খাচ্ছে : কৃত্রিম পা পেতে আবেদন

মণিরামপুরে গোখাদ্যের তীব্র সংকটে কৃষক ও খামারীরা মহাবিপাকে