শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় টায় বি আর ডিবির কনফারেন্স রুমে বিআরডিবির আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত সুসজ্জিত ও মনোরম পরিবেশে কালিগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা লিটন কুমার ঘোষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ বিএনপি’র সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন উপজেলা খাদ্য কর্মকর্তা পিকুল হোসেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদ হোসেন কালিগঞ্জ প্রেস ক্লাবে সভাপতি শেখ সাইফুল বাড়ি সফু সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক শেখ মোজাফফর হোসেন, ইউসিসি লিমিটেডের সহ-সভাপতি রমেশচন্দ্র বিশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসিসি লিমিটেডের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবেক সভাপতি আব্দুল হাই প্রাক্তন পরিদর্শক আব্দুল ওহাব বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব প্রদান করেন বিআরডিবি অফিসের জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
সভায় উপজেলার সকল ইউসিসি লিমিটেডের সদস্যবৃন্দ ও সাবেক সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক সভায় অতিথিবৃন্দ সহ অবসরপ্রাপ্ত পরিদর্শক ও সাবেক সভাপতিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও সমিতির বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় পুরস্কার প্রদান সহ সকলের জন্য পুরস্কার প্রদান করা হয়।