ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে মুক্তিকামী ছাত্র-জনতা সহ এ দেশের মানুষ আরেকবার স্বাধীনতা জয়লাভ করে।
পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের মিল রেখে কালিগঞ্জ উপজেলায় নির্মিত শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার ম্যুারাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত্র ১০ টা পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার চালিয়েছে কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত শেখ মুজিবের ও শেখ হাসিনার ম্যুরাল ভাংচুর করে। রিপোর্ট লেখা শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ম্যুরাল ভাঙচুরের কার্যক্রম রাতে বন্ধ রাখা হয়েছে, বুলডোজার যান্ত্রিক ত্রুটির কারণে। পরবর্তীতে (৮ ফেব্রুয়ারি) শনিবার পুনরায় উক্ত ম্যুরালটি আবার ভাঙচুরের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।