শামীম রেজা : সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবের মাসিক সভা ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল. মো.শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ গত ৭ জানুয়ারি স্বেচ্ছায় পদত্যাগ করায় সাধারণ সম্পাদকের পদ শুন্য থাকায় সর্ব সম্মতিক্রমে কার্যকরি সদস্য মো. আরশাদ আলীকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া সভায় আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মাজেদকে দ্বায়িত্ব থেকে অব্যহতি দিয়ে শামসুজ্জামান আকাশকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় এবং আসাদুল ইসলাম কে কার্যকরি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক মোঃ শরীফুল আলম রানা, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, মোঃ রবিউল ইসলাম, সুজন ঘোষসহ সকল সদস্যবৃন্দ।