রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কলারোয়া সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণে বিজিবি’র নবনির্মিত সুলতানপুর বিওপি’র শুভ উদ্বোধন

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

আলম হোসেন, কলারোয়া ব্যুরো : রবিবার (০৯ ফেব্রুয়ারি) ১২টার সময় অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন সদর দপ্তর, যশোর কর্তৃক সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার ‘‘সুলতানপুর বিওপি’’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি, সেক্টর সদর দপ্তর, খুলনা, পরিচালক (অপারেশন), লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসি, জি, রিজিয়ন সদর দপ্তর, যশোর, পরিচালক, অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), অতিরিক্ত পরিচালক (অপারেশন), মেজর মোঃ আমিনুর রহমান, জি+, সেক্টর সদর দপ্তর, খুলনা, অতিরিক্ত পরিচালক (এসএমও), মেজর সুশ্মিত শোভন দাস, এএমসি, সেক্টর সদর দপ্তর, খুলনা এবং সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ, বিওপির নামফলক উন্মোচন ও মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ, দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দুস্থ অস্বচ্ছল রোগীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ প্রদান এবং সম্মিলিত অংশগ্রহণে আনুষ্ঠানিক চা-চক্রে অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার এলাকা যা ইতোপূর্বে ১২টি বিওপি এবং ০২টি বিশেষ ক্যাম্প এর মাধ্যমে আভিযানিক দায়িত্ব পালন করে আসছে। জেলার কলারোয়া উপজেলার, ৭নং চন্দনপুর ইউনিয়নে বিজিবি এর হিজলদী ও চান্দুরিয়া নামে ২টি সীমান্ত ফাঁড়ি রয়েছে যার মাধ্যমে সাতক্ষীরা ৩৩ বিজিবি সীমান্ত রক্ষার কার্যক্রম চালিয়ে আসছে। এই ২টি বিওপি এর মধ্যকার দূরত্ব ১০ কিঃমিঃ এরও বেশি। তাই এই ২টি সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকায় দ্রুততার সাথে কার্যকরভাবে সীমান্ত সুরক্ষা, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য মধ্যবর্তী সুলতানপুর এলাকায় ‘‘সুলতানপুর সীমান্ত ফাঁড়ি’’ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এরূপ বাস্তবতায় গত ২৭ নভেম্বর ২০১৯ সালে এই বিওপি স্থাপনের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ ও ২৬ আগস্ট ২০২১ তারিখে বিওপি’র নির্মাণ কাজ শুরু হয়; এবং আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এই বিওপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সুলতানপুর বিওপি সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়ন এর অধিনস্থ সুলতানপুর গ্রামে অবস্থিত। এটি সকল সুরক্ষা-সুবিধা সম্পন্ন একটি আধুনিক বিওপি। সীমান্ত সুরক্ষার দৃষ্টিকোন থেকে সুলতানপুর বিওপি’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণে তালছাড়ি হতে উত্তরে বরমীতলা এলাকা পর্যন্ত বিস্তৃত।

সাতক্ষীরা ব্যাটালিয়ন বড়াইবাড়ী যুদ্ধজয়ী। ২০০১ সালের ১৮ এপ্রিল জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে শত্রুকে প্রতিহত ও বিতাড়িত করে মাতৃভূমি রক্ষার প্রতিজ্ঞাকে বাস্তবায়নকারী এই ইউনিট সাতক্ষীরা সীমান্তেও সুনামের সাথে দায়িত্ব পালন করছে। মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূমির সূরক্ষা ও দেশের ভৌগলিক অক্ষন্ডতা বজায় রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার পবিত্র আমানত সুরক্ষা করতে বিজিবি বদ্ধপরিকর। সুলতানপুর বিওপি স্থাপনের ফলে সীমান্ত নিরাপত্তা সুসংহতকরন এবং বিজিবি’র কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচাররোধসহ আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলে মতামত ব্যক্ত করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দুর্বৃত্তরা

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া!

তালায় আদালতের নির্দেশ অমান্য করে গাছ বিক্রির অভিযোগ!

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

সাতক্ষীরায় ছাগল পালন বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকা : সাতক্ষীরা আলোচনা সভায় বক্তারা

শ্যামনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

কালিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল

শ্যামনগর অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আবু বাক্কার ও আব্দুর রহমান গ্রেফতার

ভেটখালী বাজারে মাল্টিকেয়ার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন