বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিএফ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম সহ উপজেলা উপসহকারী বীজ কর্মকর্তা ও বিএডিসি প্রতিনিধি উপস্থিত ছিলেন । সভায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা সার ও বীজ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।