লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর এস.কে.আর.এইচ কলেজিয়েট স্কুলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রাঙ্গন অধ্যক্ষ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রাশেদ হোসাইন।
অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় অতিথিবৃন্দদের ব্যাচ, ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করেন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউনিয়ন তফসিলদার মামুন হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ হায়দার আলী, অভিভাবক সদস্য হাবিবা খাতুন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বলেন খেলাধুলার কোনো বিকল্প নেই।ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি ভালো আয়োজন।মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প পথ নেই। বক্তারা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মোবাইল ফোনে সময় না দিয়ে খেলাধুলার অংশগ্রহণে আহ্বান জানান।ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৩০টা ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।