জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ড্যাফোডিলস প্রি-ক্যাডেট স্কুল মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
ড্যাফোডিল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এ এস এম মাহবুবর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা, সহকারী কমিশনার মোঃ সাহেদ হোসেন, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, ড্যাফোডিলস প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ শফিউল হক, কলারোয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জি এম আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য নজিবুর রহমান টুটুল।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব প্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, নারী ও শিশুর প্রতিসহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি