কালিগঞ্জ প্রতিনিধি : ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রকল্পের সমাপনী সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জয়দেব কুমার, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বণিক সমিতির প্রতিনিধিগণ, প্রিন্ট মিডিয়া পারসন, কোর্স সমাপ্ত এবং চলমান প্রকল্পের প্রশিক্ষনার্থীগন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের খুলনা সেক্টর ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি, স্পেশালিষ্ট পারভীন আক্তার, প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি থেকে যে সকল প্রশিক্ষনার্থী দক্ষতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা যেন হারিয়ে না যায়। ব্র্যাক যেন কর্মক্ষেত্রে তাদেরকে নিয়মিত করণের জন্য ফলোআপ অব্যাহত রাখেন। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির যশোর জেলা ব্যবস্থাপক শেখ সোবহান। বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইডার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ঈমাম মাওলানা আকরাম হুসাইন, নলতার ইউপির সচিব শহিদুল ইসলাম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচিরযজ উপজেলা সমন্বয়কারী ও কর্মসূচি সংগঠক নাজনিন নাহার, মনজুর আলম, রুহুল আমিন। উল্লেখ্য যে, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্পটি কালিগঞ্জ উপজেলায় ২০২৩থ২০২৪ অর্থ বছর থেকে শুরু হয়, চলতি সনের ২৫/০২/২০২৫ তারিখে সমাপ্তি হবে। এ উপজেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় শতাধীক সুফলভোগী বর্তমানে কর্মরত আছে। আগামীদিনেও প্রকল্পটি বাস্তবায়িত হলে আরও অনেকে প্রশিক্ষণ পেয়ে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।