দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও রমজানের পবিত্রতা রক্ষার্থে আইন শৃঙ্খলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ই ফেব্রুয়ারি বুধবার বেলা ১২ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভার শুরুতে দেবহাটা উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান হয়।
সাথে সাথে রমজানের সময় নিত্য খাদ্য দ্রব্য জিনিস যেন উর্ধ্বগর্তী না হয় সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোফা, নারী শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, হাজী কেয়ামউদিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সখিপুর সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের প্রতিনিধি শিক্ষক আবু তালেব, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা খাদ্য কর্মকর্তা সাইনা খাতুন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন (হীরা) সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান প্রতিনিধি রেহানা খাতুন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র সমাজের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ সহ কমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দরা।