রবিউল ইসলাম, ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার এ স্লোগান কে সামনে রেখে সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে সেমিনার করা হয়। বুধবার বেলা ১১ টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মো: লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তাফা জামান।
জনশক্তি জরিপ কর্মকর্তা মো আব্দুল মজিদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, শিমুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুস সবুর, ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গুলশানারা, সাবেক ইউপি সদস্য মো রবিউল ইসলাম, ইউপি সদস্য মো আবু ছালেক, মো আরশাদ আলী, ফিংড়ী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো আলকাজ আলী, ইউপি সদস্য রত্না রানী সরকার প্রমুখ।