জাহাঙ্গীর আলম, ভোমরা প্রতিনিধি : বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশী নাগরিক আসিয়া বেগম (৮০), গ্রাম-দেবহাটা, ডাকঘর-দেবহাটা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা মৃতবরণ করেন। উক্ত মৃত বাংলাদেশী নাগরিকের ভারতে বসবাসরত মেয়ে শরিফা বেগম (৪৮) ও আত্বীয় স্বজন শেষ বারের মত মৃত মা কে দেখার অনুরোধ জানালে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩ এর নিকট মৃত ব্যক্তির মেয়ে ও আত্বীয় স্বজনের বেলা ১২টা ২৫ মি: থেকে ১২টা ৪৫মি: পর্যন্ত দেখা করার ব্যবস্থা করা হয়। এ সময় একটি আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয় এবং আত্বিয় স্বজনদের শেষ দেখার সুযোগ করে দেয়ায় উপস্থিত জনসাধারণ বিজিবির এরূপ মানিবিক কাজের প্রশংসা করেন।