নিজস্ব প্রতিনিধি : ১৩ ফ্রেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার পাকুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক বিদ্যালয়টি’র শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন মিটিং’’ অনুষ্ঠিত হয়েছে। সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত পারকুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় যেমন- স্কুল বিল্ডিং ও সীমানা প্রাচীর নির্মাণ; এসএমসির সভা নিয়মিত ও কার্যকর করা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর করা; পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা; নারী ও পুরুষ আলাদা টয়লেট নিশ্চিতকরণ, জেন্ডার বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও উপস্থিত নাগরিকদের মতামত গ্রহণ করা হয়। বিদ্যালয়ের সমস্যাসমূহ সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রয়োজনে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেবেকা সুলতানা, সদস্য, সনাক, সাতক্ষীরা ।
স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি সহসমম্বয়ক সার্জিনা খাতুন। সভার উদ্দেশ্য বর্ণনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল হামিদ বলেন, ‘‘বিদ্যালয়ের উন্নতি সাধনের জন্য শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদের বিদ্যালয়ের সমস্যাসমূহ সমাধানের জন্য এগিয়ে আসতে হবে’’ বিশেষ অতিথির বক্তব্যে রেবেকা সুলতানা বলেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে মেয়েরা পিছিয়ে আছে।
তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য নারী-পুরুষ সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে। মেয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেওয়ার জন্য নারী শিক্ষকদের দায়িত্ব প্রদান করতে হবে।’’ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক আবদুল্লাহ-আল-মামুন, টিআইবি’র সদ্য নিয়োগ প্রাপ্ত এরিয়া কো-অর্ডিনেটর-সিই আল-আমিন, এসিজি সমন্বয়ক আবদুর রকিব সরদার, আবুবকর সরদার, মো. আ. ছামাদ, কোহিনুর, শামছুন্নাহার প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় নাগরিক ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম।