বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের স্কাউট দল অতিথিদেরকে অভ্যর্থনা জানায়। সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চৌকস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহাদাত হোসেন, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, শিক্ষক সমিতির সভাপতি ও কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমূখ।
বিকাল ৪ টায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, কবিতা, আবৃতি একক অভিনয়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দ্ল্লুাহ, সহকারী শিক্ষক আব্দুল আলিম, ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, সংগীত শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা ও অভিভাবক উপস্থিত ছিলেন।