ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের নিষেধ অমান্য করে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ টি ড্রাম্পার মেশিন জব্দ এবং সরঞ্জামাদি বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত তবে এ সময় ওই চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এবং নলতা ইউনিয়নের বিল কাজলা গ্রামের আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলের মৎস্য ঘেরে পৃথক দু,টি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারীও কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ।
অভিযানের সময় অবৈধ বালি উত্তোলনকারীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রাম্পার মেশিন দু,টি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক এবং আব্দুল মজিদের জিম্মায় দেওয়া হয়। ভাড়া সিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী আসমা খাতুন এবং নলতা ইউনিয়নের ইন্দ্র নগর গ্রামের বালু ব্যবসায়ী বাবলু দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ব্যবসায়ী কাজে ব্যবহারের জন্য অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ।
বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন একাধিকবার নিষেধ করে । কিন্তু সেই নিষেধ অমান্য করে বালু উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।