লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : ২৬ ফেব্রুয়ারি বুধবার আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের আগমন ও কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কাদাকাটি ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে (১৩ ফেব্রুয়ারি) কাদাকাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বইরামপুর জামে মসজিদে এ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নূরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সহ সেক্রেটারি প্রভাষক শাহজাহান হোসেন, কাদাকাটি ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, কাটাকাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হায়দার, সহ সেক্রেটারি সিদ্দিকুর রহমান, ইউনুস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাদাকাটি ইউনিয়ন সভাপতি নাজমুল হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।