নিজস্ব প্রতিনিধি : ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সাতক্ষীরা ৩৩ বিজিবি ভোমরা বিওপির আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ ০১ জন আসামীসহ ভারতীয় শাড়ি ৫৯টি, থ্রি-পিস ২০টি, বোরকা ০২টি, কম্বল এবং ০৩টি বাংলাদেশী ট্রাক আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী ট্রাকে চোরাচালানী মালামাল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ১৪ ফেব্রুয়ারি ০৯.৩০ ঘটিকায় ভোমরা আইসিপি’র বিজিবি চেকপোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে।
এ সময়ে ০৩টি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমনকালে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ০৩টি ট্রাক তল্লাশীর জন্য থামালে ০২টি ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ি রেখে লাফিয়ে স্থলবন্দর এলাকায় বিচ্ছিন্নভাবে পালিয়ে যায় এবং ০১ জন ড্রাইভার গাড়িতে অবস্থান করে।
পরবর্তীতে ০৩টি ট্রাক তল্লাশী করে ভারতীয় ৫৯টি শাড়ি, ২০টি থ্রি-পিস, ০২টি বোরকা এবং ০৩টি কম্বল উদ্ধার করে। এ সময়ে আভিযানিকদল অবৈধ ভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে ট্রাকের ০১ জন চালক মোঃ মিলন ফকির (৪৫), পিতা-মোঃ লোকমান ফকির, গ্রাম-গোন্দারদিয়া, পোস্ট-মধুখালী, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর’কে (ঢাকা মেট্রো-ট-১৬-৩৭৮৪) ট্রাকসহ আটক করে। উক্ত অভিযানে পলাতক ০৫ জন আসামী যথাক্রমে ১। মোঃ রাব্বি ইসলাম (২৩), গ্রাম-কুলুপাড়া, পোস্ট-ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা, ২। মোঃ ওমর ফারুক (২২), পিতা-মোঃ আব্দুল গনি, গ্রাম-গাজীপুরা, পোস্ট-ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা, ৩। মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা মৃত খালেদ গাজী , গ্রাম ও পোস্ট-দামুরদা, থানা-ফুলতলা, জেলা-খুলনা (ট্রাক নম্বর যশোর-ট-১১-০২৯৭), ৪। মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা-জিহাদ আলী, গ্রাম-মোল্লাপাড়া, পোস্ট- ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা, ৫। মোঃ সোহেল রানা (৪০), পিতা-আব্দুর রহমান, গ্রাম- বিলপাড়া, পোস্ট-চাচরা, থানা-যশোর সদর, জেলা-যশোর (ট্রাক নম্বর যশোর-ট-১১-১৭২৩)।
বর্ণিত অভিযানে সর্বমোট ২,২৮,৬৯,০০০/- (দুই কোটি আটাশ লক্ষ উনসত্তর হাজার) টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এরূপ মহতী উদ্যেগ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।