রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

গলায় গামছা পেঁচিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

শহর প্রতিনিধি : কর্তব্য শেষে ফেইসবুকে বাই বাই স্টাটাস দিয়ে গলায় গামছা পেচিয় অনুপম কুমার ঘােষ নামের এক সিপাহী আত্মহত্যা করেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের রসুলপুরের ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত. অনুপম কুমার ঘোষ (২৬) বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার দুর্গাপুর গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার সিপাহী নাম্বার-১২২২।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘরা গ্রামের চিত্তরঞ্জন রায় (অনুপমের শ্বশুর) জানান, ২০২১ সালের মে মাসে তার মেয়ে দীপা রানী রায়ের সাথে অনুপম ঘোষের বিয়ে হয়। অনুপম সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলো। অনুপম সস্ত্রীক শহরের রসুলপুরের জনৈক বুলবুল আহম্মদ এর বাড়ির নীচের তলায় ভাড়া থাকতো। মেয়ের মোবাইলে জামাতার মৃত্যুর খবর পেয়ে সাতক্ষীরায় এসেছি।

অনুপমের স্ত্রী দীপা রানী রায় জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া দু’টার দিকে পুলিশ লাইনের ম্যাগাজিন ডিউটি শেষে বাসায় ফেরে তার স্বামী অনুপম। পুলিশ কর্মকর্তা শাখাওয়াতের সাথে সে একইসাথে ডিউটি করে। রাতে এসে ভাত খেয়ে সে পাশের ঘরে যায়। সিগারেট খেয়ে দরজা দেয়। কিছুক্ষণ পর তাকে ডাক দিলে কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক শাখাওয়াত এসে দরজা খুলে সিলিং ফ্যান থেকে গলায় গামছা পেচানো ঝুলন্ত অনুপমকে নামান।

রবিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আক্তার মাহমুদ তাকে মৃত. বলে ঘোষণা করেন। তবে তার আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি তিনি। মৃত্যুর আগে ফেইসবুকে বাই বাই স্টাটাস দেয় সে।

এদিকে মৃত অনুপমের স্বজনরা জানান, অনুমপ নেশা করতো। সেকারণে অনুপম অনেক টাকা ঋণী হয়ে পড়ে। একপর্যায়ে স্ত্রীর গহনা বিক্রি করে। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ লেগে থাকতো। তারা দু’জন দুই ঘরে থাকতো। রবিবার ভোর তিনটার দিকে ভাত খাওয়ার পরপরই পাশের ঘরে গিয়ে সিগারেট খেয়ে ফেইসবুকে স্টাটাস দিয়ে সিলিং ফ্যানের সাথে নিজের গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আক্তার মাহমুদ জানান, সিপাহী অনুমপম কুমার ঘোষকে সহকারি উপপরিদর্শক জাহিদ হাসান রবিবার ভোর সাড়ে তিনটার দিকে সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মত্যুর কারণ নিশ্চিত করা যাবে না। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক সিপাহী অনুমপ কুমার ঘোষের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির শ্রীউলায় স্বর্ণালংকার সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

কলারোয়ায় তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যাসংকট

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ডি.বি হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কালিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে তরুণ্যের জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা

মোটরযানের উপর সাতক্ষীরায় ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা

সাতক্ষীরা পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আশাশুনিতে যুবদল নেতার খোঁজ পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

দেবহাটার নবাগত ওসি’র সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়