বিশেষ প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় দুই দিন ব্যাপি গ্রাম্য মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়/মানিকখালী সরকারী প্রাথমিক মাঠ প্রাঙ্গনে ‘‘বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব’’ সিএমএমএস কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস খুলনা অঞ্চল সিএমএলআরপি-২ প্রোগ্রাম অফিসার ড. শান্তনু রায়ের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, শ্যামনগর যুব উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবির, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু হেনা, ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, পুরোহিত স্বপন কুমার ব্যানার্জী।
উক্ত মেলায় উপজেলা কৃষি অফিস, শ্যামনগর, উপজেলা মহিলা বিষয়ক অফিস, শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অফিস শ্যামনগর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শ্যামনগর উপজেলা জাতীয় মহিলা সংস্থা, শ্যামনগর উপজেলা সমাজ সেবা অফিস, শ্যামনগর রমজাননগর ইউনিয়ন পরিষদ, শ্যামনগর সুন্দরবন আদিবাসি মুন্ডা সংস্থা, শ্যামনগর মরমী মহিলা উন্নয়ন সংগঠন জেলেখালী, শ্যামনগর জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, ভেটখালী শ্যামনগর, ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর, ফেউথ ইন এ্যাকশন, শ্যামনগর রুপান্তর, শ্যামনগর কারিতাস সিএমএলআরপি প্রকল্প, শ্যামনগর কারিতাস এফসিপিপি প্রকল্প, শ্যামনগর বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররাচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব সিআইএমএমএস প্রকল্প, করিতাস শ্যামনগর অংশ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনায় ছিলেন কারিতাস খুলনা অঞ্চল সিআইএমএমএস প্রোজেক্ট অফিসার মি. এন্ড্রিকো মন্ডল, সঞ্চালনায় ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের ইউডিএফ সিআইএমএস মি. সুজন সেন।