দেবহাটা প্রতিনিধি : নলতা ইউনিয়নের সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেবহাটা উপজেলার বনবিবির বটতলা, জমিদার আমলের নিদর্শন ঘুরে দেখেন ও অভিজ্ঞতা সঞ্চর করেন। পরে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সদস্য, কালিগজ্ঞ উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক, সহকারী শিক্ষক মো. আনারুজ্জামান, সহকারী মৌলভী, মো. আকরাম হোসেন, কারী শিক্ষক মো. আমিরুল ইসলাম ও অভিভাবক গন এবং উক্ত মাদ্রাসা ছাত্র ছাত্রী বৃন্দ।