ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ (সাঃ) আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সাঃ) বিশ্ব নুর নবীর জন্মদিন মিলাদুন্নবী উপলক্ষ্যে কালিগঞ্জের গণপতি সরদার হাটখোলা ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে দুইদিন ব্যাপী বিরাট তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি এই দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।
এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই মুসলিম উম্মাহ্র জন্য এই দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও। দিনটি উপলক্ষে গত রবি ও সোমবার (১৭ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে মসজিদ কমিটি ও এলাকার এক ঝাঁক কুরআন প্রেমিক যুবসমাজের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলের শেষ দিনে বিশিষ্ট ব্যবস্থায়ী ও সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে গণপতি মসজিদ কমিটির সদস্য ও কালিগঞ্জ লাইফ কেয়ার হাসপাতাল পরিচালক আলেম প্রেমিক শেখ জাহাঙ্গীর আলমের সার্বিক পরিচালনায় প্রধান বক্তা মেহমান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ খতিব,মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী মিরপুর ঢাকা।
এ সময় বিশেষ মেহমান হিসেবে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা মোঃ রবিউল ইসলাম খুলনা প্রভাষক, মহিদিয়া সম্মিলনী ফাজিল ডিগ্রী মাদ্রাসা যশোর। ওয়াজ মাহফিলে বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত সুমধুর কন্ঠে ইসলামী সংগীত নিয়ে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, গীতিকার ও সুরকার সুর সম্রাট মতিউর রহমান ঢাকা। মধ্যরাতে মাহফিল শেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছিল।