কলারোয়া ব্যুরো : সোমবার (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাসপোর্টবিহীন অবৈধভাবে ০২ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে আটক করে।
গোপন তথ্যের ভিত্তিতে জানাযায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি এর মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ কাজী বদরুল আলম এর নেতৃত্ব একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যরন্তরে রাজপুর নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় উক্ত স্থানে ০২ জন পুরুষ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে টহলদল বর্ণিত স্থান হতে (১) নারায়ণ চন্দ্র (৫১), পিতা-বিভূতি রায়, গ্রাম-ডৌলা পশ্চিম পাড়া, পোষ্ট-পূর্ব নওয়াপাড়া, থানা-দানতলা, জেলা-নদীয়া, ভারত এবং (২) সূধীর সরকার (৫৭), পিতা-মহেন্দ্র সরকার, গ্রাম-কল্যানী, পোষ্ট-কল্যানী, থানা ও জেলা-কল্যানী, ভারত’কে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়কে তল্লাশী করে ০১টি মোবাইল ফোন পাওয়া যায়। উল্লেখ্য, আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।