আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে গ্রাম পরাযায়ে অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর একটা পর্যন্ত বিরতিহীন প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ প্রদান করেন, খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক সুজন মিত্র, প্রশিক্ষিকা খাদিজা খাতুন। অনুষ্ঠানে ইউনিয়ন দলনেতা রজব আলী, ইউনিয়ন দলনেত্রী হাস্নাহেনা, দলনেতা স্বরূপ গাজী, আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।