বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে কাঁকড়াচাষ প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে আশা এনজিওর উদ্যোগে কাকড়া চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কাঁকড়াচাষীদের জন্য কাঁকড়াচাষ ও ব্যবস্থাপনা বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে বুধবার (১৯ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা অফিসার্স ক্লাবের কনফারেন্স হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন আশা’র জেলা এনজিও ম্যানেজার সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী। আশার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম অনুষ্ঠানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার আঞ্চলিক ম্যানেজার মুস্তফা হাওলাদার, সাতক্ষীরা এল্লারচর খামার বাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহঃ শফিকুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।

এ সময় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এ ধাপে মোট ৩০ জন কাঁকড়াচাষী অংশগ্রহণ করেন, যে সকল চাষিরা দেশীয় মৎস্য চাষের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিচিত। দিনব্যাপী এই প্রশিক্ষণে কাঁকড়াচাষের আধুনিক পদ্ধতি, পরিচালনা এবং ব্যবস্থাপনা তুলে ধরা হয়, যাতে চাষীরা উন্নত পদ্ধতি অবলম্বন করতে পারে এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে। কর্মশালা অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আশা কলিগঞ্জ অফিসের সহকারী ম্যানেজার আব্দুল আজিজ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর