বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তৃণমুলকে সংগঠিত করে সাতক্ষীরাকে বিএনপির ঘাটিতে পরিণত করতে চাই-হাবিবুল ইসলাম হাবিব

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সমর্ধনা দিয়েছেন তালা উপজেলা বিএনপি। ১৯ শে ফেব্রুয়ারি (বুধবার) বিকালে পাটকেলঘাটা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়।প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, দলে অনুপ্রবেশকারীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।তাদের যেন কেউ আশ্রয় প্রশ্রয় না দেয় সেদিকে আরও বেশি সজাগ হতে হবে।আমাদের দলের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।সবাইকে শান্ত থেকে অশুভ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ৫ আগষ্ট না আসলে অনেক বিএনপি নেতা জেলেমারা যেতেন।আমি জেল থেকে বের হতে পারতাম না।

তিনি আরো বলেন, একটি ঐক্যবদ্ধ সংগঠন বারুদের চেয়েও শক্তিশালী।সাতক্ষীরা জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। এখন সব ভেদাভেদ ভুলে একসাথে এক কাতারে কাজ করতে হবে। বিএনপিকে নতুন করে সাজিয়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করব। জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ বলেন, একটি দলকে আমরা দীর্ঘদিন লালনপালন করেছি।অথচ এখন তারা আমাদের বিরুদ্ধে কথা বলছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধর্ম ভিত্তিক রাজনিতী করে না।

আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, নবনির্বাচিত যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান ও সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান আনিস, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মহব্বত সরদার, ধান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি শেখ রিজভী আহম্মেদ, সাধারণ সম্পাদক শেখ আবির হোসেন, শেখ আল আমিন হোসেন, খলিশখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান, নগরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ হোসেন মিলন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতা কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত