দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল ও কালিগঞ্জে ছাত্রলীগের বোরোকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ থেকে শুরু হয়ে সখিপুর মোড়ে সমাবেশ করে তারা। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নেতৃত্বে ছাত্রদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করে।
এসময় তারা বলেন, আওয়ামীলীগ রাতের আধারে মিশিল করে পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের সাহস থাকলে দিনের বেলা প্রকাশ্যে মাঠে আসুক। বিগত বছর গুলোতে তারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার জবাব তাদের দিতে হবে। আমরা বর্তমান সরকারকে জানাই এই নৈরাজ্য সৃষ্টি কারী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনদের সদস্যদের বিচারের মাধ্যমে এনে শাস্তির ব্যবস্থা করা হোক। সমাবেশে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।