এমএ মাজেদ : সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ খাদ্য রাখা, পন্যের বডিরেড না থাকায় এবং দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় সরোজমিনে মুদি ব্যবসায়ী মেসার্স নয়ন স্টোর প্রোপাইটর নয়ন সাধুকে তিন হাজার টাকা এবং আশুতোষ সাধুকে তিন হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
ভালুকা চাঁদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে ও নায্য মূল্যে পন্য বিক্রয়ের জন্য প্রতিটা দোকানে পণ্যের বিক্রয় মূল্যতালিকা হালনাগাদ করে ঝুলিয়ে রাখতে জোর তাগিদ দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মো. হাসানুজ্জামান হাসান। পুলিশের এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল নুরনবী, সামাউল ইসলামসহ এলাকার শতাধিক উৎসুক ভোক্তা সাধারণ।