অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার ২০ ফেব্রুয়ারী বিকাল ৪ ঘটিকায় সময় পারুলিয়া বালিকা বিদ্যালয় মাঠে এ বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেবহাটা জনপদে মানুষের মাঝে বই পড়ার পড়ার প্রতি উৎসহ প্রদানের লক্ষ্যে ২০, ২২ ও ২২ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী বইমেলায় ১৮ টি ষ্টলে বই বিক্রয় করা হচ্ছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি উপপরিচালক ড.সাহেদ মন্তাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাহিত্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম ও পারুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। ফেয়ার মিশনের পরিচালক আ: কাদের মহিউদ্দিন বলেন, আপনারা এখানে সবাই আসবার চেষ্টা করবেন, তিনি আরও বলেন, আপনাদের জন্য কম দামে বই বিক্রয় করা হবে।