সকাল রিপোর্ট : বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা বীর শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১ শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২৫।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়। দৈনিক সাতক্ষীরার সকাল এর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদস্য জিল্লুর রহমান, রফিকুল ইসলাম শাওন, আকতারুজ্জামান বাচ্চু, শহিদুল ইসলাম, সাতক্ষীরার সকালের গ্রাফিক্স ডিজাইনার আবু সাঈদ প্রমুখ।