আশাশুনি ব্যুরো : আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা। সভায় প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইফতার মাহফিল বাস্তবায়ন, প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।