মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : কর্ডএইড শ্যামনগরের আয়োজনে উপজেলা পর্যায়ে দূর্যোগ সু-নির্দিষ্ট ঝুঁকি ও পরামর্শ সেবা সম্পর্কিত তথ্য উপাত্তে প্রবেশাধিকার উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্যামনগর উপজেলা সভা কক্ষে এ সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা উক্ত সভার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল, নাজমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদকগণ, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, ডিএসপি রোজিনা আক্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন সিনিয়র টেকনিক্যাল অফিসার মুক্তা রানী রায়। এ সময় বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।