শ্যামনগর প্রতিনিধি : “বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ্য থেকে ছিন্নমুল অনগ্রসর, হতদরিদ্র, অসহায়, বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত পরিষদের সভাপতি কাশিনাথ দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার পতিক কুমার মন্ডল।
সভাপতি তার বক্তব্যে বলেন– উপজেলা থেকে দলিত সংস্থার জন্য ৩০০ পিস কম্বল পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ৫০ পিস পেয়েছি। বেশি পাওয়ার আশায় বিতরণ করতে দেরি হওয়ায় এবং সবাইকে দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- দলিত পরিষদের সাধারণ সম্পাদক কানাই লাল দাস। এ সময়ে দলিত পরিষদের সদস্য তাপস দাস, গোষ্ট দাস, কাজল দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।