বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও পথ সভা করা হযেছে। শুক্রবার বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৬ ফেব্রুয়ারী আশাশুনিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন ও কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বিকালে করিম সুপার মার্কেট থেকে মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় করিম মার্কেটে পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি ছিলেন, কর্ম পরিষদ ও শুরা সদস্য জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোখলেছুর রহমান, আবু হোসাইন বুলবুল, আঃ সালাম, মেম্বার শীষ মোহাম্মদ জেরী, মেহদী হাসান।