জামসেদ আলম, সখিপুর প্রতিনিধি : দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে ২১ ফেব্রুয়ারী মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০,২১,২২ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী শনিবার রাত ৮ ঘটিকার সময় পারুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আ: কাদের মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, পারুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, দেবহাটা ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার ও ফেয়ার মিশনের সাহিত্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেবহাটা জনপদে মানুষের মাঝে বই পড়ার প্রতি উৎসহ প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের মূল উদ্দেশ্য।