তালা ব্যুরো : শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তুলতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে তালা থানা ও তালা সরকারি কলেজে ছাত্রদল। নেতাকর্মীদের চাঙ্গা ও ঐক্যবদ্ধ রাখতে বাড়ানো হয়েছে সাংগঠনিক তৎপরতা। এরই ধারাবাহিকতায় তালা সরকারি কলেজে ছাত্রদলের ফরম বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে কলেজ ক্যাম্পাসে সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হাসান, খুলনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাছুম বিল্লাহ্, সাতক্ষীরা পৌর-ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব এসকে ফারুক আহমেদ, তালা সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান, কলেজ ছাত্রদলের সদস্য সোহাগ হাসান, হাসিবুল ইসলাম, আতিক আহসাব সৌরভ, রাব্বি সহ তালা সরকারি কলেজের বিভিন্ন নেতৃবৃন্দ।