এমএ মাজেদ : ‘একুশের চেতনা, একুশ আমার অহংকার’ স্লোগানে ফুলের ডালা আর গাদা-গোলাপের মালায় স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে উদযাপিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে রাত ১২. ০১ মিনিটে ভাষা শহিদের ম্মরণে নিরবতা পালন করে শহীদ মিনারে পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ধুলিহর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে শতশত নেতাকর্মীদের নিয়ে ভাষা শহিদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। স্মৃতির মিনারে ভাষা শহিদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ধুলিহর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী তাঁতিদল, জাতীয়তাবাদী শ্রমিকদল, জাতীয়তাবাদী ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী। ভাষা শহিদের ম্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সদ্যসাবেক সভাপতি আলহাজ্ব মো. কবির হোসেন। এছাড়াও ধুলিহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গভীর রাতে শহিদ বেদীতে ভাষা শহিদের শ্রদ্ধা নিবেদনে ফুল দিতে আসা সর্বস্তরের মানুষের জন্য তাবারকের আয়োজন করা হয়।