শহর প্রতিনিধি : ইটাগাছা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় মাদরাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ আব্দুল মুজিত, বিএনপি নেতা নাছির উদ্দীন, ব্যাংকর আব্দুর রহিম। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে মাওলানা সিরাজুল ইসলাম, আইসিটি শিক্ষক আবু সাইদ বিশ্বাস, মাওলানা নুর উদ্দীন বক্তব্য রাখেন। এসময় শিক্ষক, শিক্ষিকা, অবিভাবকরা উ্পস্থিত ছিলেন।