সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

প্রবাসে থেকেও রয়েছেন মানুষের পাশে, সামাজিক কাজ করে ভাসছেন প্রশংসায়

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : প্রবাসে থেকেও রয়েছেন মানুষের পাশে, নিজ এলাকায় সামাজিক কাজ করে ভাসছেন প্রশংসায়। শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের পুত্র সৌদি প্রবাসী মোঃ নবাব আলী তার নিজ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজে সহায়তা করে মানুষের আস্থা অর্জন করেছে। দুই ভাই ও এক বোনের মধ্যে নবাব আলী সরদার সবার ছোট।

২০০৭ সালে পরিবারের মায়া ত্যাগ করে সৌদি আরবে অর্থ উপার্জনের জন্য পাড়ি জমান। দীর্ঘ এই ২৩ বছর প্রবাসে থাকাকালে নিজ ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে নিবারুনকুনি জামে মসজিদ নিজস্ব অর্থায়নে সম্পুর্ণভাবে তৈরি করে দেন। জর্দ্দা পশ্চিম পাড়া সিদ্দিক আনা জামে মসজিদের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দানের ঘোষণা দেন।

এছাড়া পশ্চিম বাঁকড়া জামে মসজিদ, মোড়ল পাড়া জামে মসজিদ, মধ্যপাড়া সরদার পাড়া জামে মসজিদ, শালখালী জামে মসজিদ, বসুখালী ইয়াতিম খানা ও জামে মসজিদ, মুক্তখালী জামে মসজিদ, ব্যাংদহা বাজার পাঞ্জেগানা মসজিদ, বাউচাষ ও বাঁকড়া প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি নগদ অর্থ দান করেছেন। এছাড়াও তিনি দেবহাটা উপজেলার পারুলিয়ায় জনসাধারণ জন্য জমি ক্রয় করে কবরস্থান তৈরি করে দেন। তার পিতার মৃত্যুর পর নিজ গ্রাম বাঁকড়ায় ইয়াতিম খানা তৈরি করার জন্য ঘোষণা দেন।

ইতোমধ্যে তিনি ইয়াতিম খানার জন্য ৫ বিঘা জমি ক্রয় করে ভরাটের কাজ শেষ করেছেন। ইয়াতিম খানার নামে আরোও জমি ক্রয়ের জন্য কার্যক্রম চলছে। জর্দ্দা পশ্চিম পাড়া সিদ্দিক আনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাঈদ সরদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল গাজী, কোষাধ্যক্ষ নাজমুল হুসাইন ও পার্শ্ববর্তী গ্রামের আবুল কাশেম, মোঃ আবু হেলাল,অজেদ আলী সরদার, জাহিদুল ইসলাম, নাজমুল হুসাইন সহ তার নিজ গ্রামের অনেকেই জানান।

নবাব আলী সরদার আমাদের ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি আমাদের গ্রামের অনেক অসহায় গরীব মানুষ কে সহযোগিতা করেছেন। একজন প্রবাসীর থেকে এরকম সামাজিক কাজ দেখে আমরা গর্বিত। প্রবাসে থেকেও সে আমাদের এলাকার জন্য যে কাজ, যে দান করেছে সেটা প্রশংসা করে শেষ করা যাবে না। তার মতো সন্তান প্রতি গ্রামে একটি করেও পাওয়া অসম্ভব। সবশেষে প্রবাসী নবাব আলী সরদারের জন্য দোয়া প্রার্থনা করেন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ নবাব আলী সরদার বলেন আমি এলাকার জন্য সামান্য কিছু করতে পেরেছি। আমি যতদিন বেঁচে থাকবো এলাকার সকল মানুষের পাশে থাকবো। তিনি আরোও বেশি বেশি সামাজিক কাজ করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত

তালায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

রনি এগ্রো ইঞ্জিনিয়ারীং প্লাউড ওয়ার্কসপের পরিচালক নুরুল ইসলাম (রনি) আর নেই!

সাতক্ষীরায় জেলা পুলিশের মৎস্য পোনা অবমুক্তকরণ

মিনিকেট ধান ও চাল বিষয়ে সাতক্ষীরায় পর্যালোচনা সভা

কামালকাটি-কুন্দুড়িয়া নদীতে নেটপাটা বসিয়ে পানি নিষ্কাশনে বাঁধা

রোজাদারদের মাঝে আসাদুজ্জামান বাবুর ইফতার বিতরণ অব্যাহত

ভালুকা চাঁদপুর ৮নং ওয়ার্ড আ’লীগের কর্মী সমাবেশে দোয়া ও শুকরিয়া আদায়

ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া

মনিরামপুরের বিভিন্ন পাড়া মহল্লায় চলছে কুমড়া বড়ি তৈরির ধুম