আলম হোসেন, কলারোয়া ব্যুরো : সোমবার বেলা ১২ টায় কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুবক্কর সিদ্দিক, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি,জি,এম মোঃ সিরাজুল হক এছাড়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা বজলুর রহমান, শাহনাজ পারভিন, মোঃ মহিদুর রহমান, শিরিন আক্তার, আবু জাফর, নুর হোসেন মিলন, আবুল কাশেম,শিক্ষক ও স্টাফবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী।
প্রধান অতিথি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে এবং লেখা পড়া করে পরীক্ষার হলে আসতে হবে। লেখাপড়ার কোন বিকল্প নেই, তাই পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে আসতে হবে। তোমরা এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি,কাঁদিবে পৃথিবী। তরুনরাই নতুন বাংলাদেশ গড়ছে সে জন্য দেশ ও জাতি গঠনে ছাত্রদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে। পরে পরীক্ষার্থীদের পক্ষ থেকে এবং পরীক্ষার্থীদের হাতে মাদ্রাসার পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।