দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৬টায় কুলিয়া এলাহীবক্স দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবির অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে।
একটি জাতির ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আগে নিজেদের মান উন্নয়ন করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের দিক থেকে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, দায়িত্বশীলদের সঠিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল রহমান, প্রভাষক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলাইমান হোসেন, অফিস সেক্রেটারী ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা শামসুল আরেফিন, মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দরা।