শামীম রেজা : সদর উপজেলার ধুলিহর জাহানাবাজ হযরত আবু বকর সিদ্দীক (রা:) ইসলামীয়া কামিল মাদ্রারাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান (২৪ ফেব্রুয়ারি) সোমবার মাদ্রাসাটির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাও: আ: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম টুটুল, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ফজলুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ রবিউল বাসার,জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনি, সাবেক অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান,বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল. শাহাদাৎ হোসেন বাবু, সহকারী অধ্যাপক মাও: মনিরুল ইসলাম বিলালী, খালিদ বিন ওয়ালিদ, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আখতারুজ্জামান, আব্দুর রশিদ, সমাজসেবক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ছাবিনা ইয়াসমিন, শিক্ষীকা জয়নাব আরা পারভীনসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাও: আব্দুর সবুর।