শেখ নুরুজ্জামান (কালিগঞ্জ) সদর প্রতিনিধি : “কৃষি ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যৎ গড়ুন” বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখার আয়োজনে ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায়, কালিগঞ্জ কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও কৃষি ব্যাংকের সুপারভাইজার আব্দুল আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডি.জি.এম) এস.এম.এ আব্দুর কাইয়ুম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), কৃষি ব্যাংকের (সাবেক) ব্যবস্থাপক ভবসিন্ধু মন্ডল, (সাবেক) কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শেখ হাবিবুল্লা, কৃষি ব্যাংকের সাবেক ক্যাশিয়ার রনজিত সরকার ও কৃষি ব্যাংকের কর্মকর্তা আব্দুল আজিজ প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহকবৃন্দ কৃষি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, উপকারভুগী, সুধী, সাংবাদিক প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে, কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ সুবিধার বিষয়গুলো নিয়ে, অনুষ্ঠানে আগত সকল শ্রেণী পেশার মানুষের সামনে তুলে ধরেন।