ইয়াছিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসায় বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সামাজিক ও অরাজনৈতিক সেবা মূলক সংগঠন ‘ইচ্ছে পুরন ফাউন্ডশন’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার সুপার মাওঃ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এপিপি এড. শহিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক নাঈম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মামুনি আক্তার, তাসমিন নাহার, সাদিয়া আক্তার, মিনান্নাহার ও আব্দুল্লাহকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।