দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হতদারিদ্র পরিবারের গ্রাজুয়েশন ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে ঘলঘলিয়া ফুটবল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও আসাদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন। বক্তব্য দেন সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও নীলাদ্রি বিশ্বাস, গ্রাজুয়েশন পরিবারের সদস্যদের মধ্যে রাজিয়া সুলতানা, ফারজানা বেগম, নাসরিন সুলতানা, রুবি খাতুন প্রমুখ। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্য নানা দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া পরিবারগুলোকে গরু, ছাগল পালনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এদিকে, গ্রাজুয়েশন পরিবারগুলো তাদের সফলতার গল্প এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।