বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জি .এম. কাদেরের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কালিগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সভাপতি ও ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ টায় উত্তরা মডেল টাউন ৭ নং সেক্টরের তার নিজস্ব বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা কুশল বিনিময় করার সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য আলহাজ্ব আব্দুল করিম। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেওয়া হয় এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।