শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসার দুই শিক্ষার্থী কোরআন প্রতিযোগিতায় প্রথম ও দুই শিক্ষার্থী অন্য বিভাগে ২য় ও ৩য় স্থান অর্জন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসায় উপজেলা শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য সূত্রে জানাগেছে, কেয়ারগাতী জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম পড়ুয়া ছাত্ররা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ৫ম পারা গ্রুপের আজমীর হোসেন ও ১০পারা গ্রুপের হাবিবুর রহমান ১ম স্থান অধিকার করে। এছাড়া ৫পারা গ্রুপের আরাফাত হোসেন ৩য় স্থান এবং ১৫ পারা গ্রুপের আবির হোসেন ২য় স্থান অর্জন করে। তাদের সকলকে কেয়ারগাতী জামে মসজিদ কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
এছাড়া উপজেলা পর্যায়ে বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসার নাম উজ্জল করায় মাদ্রাসা কমিটির পক্ষ থেকে কওমি মাদ্রাসা মসজিদের সভাপতি মোঃ রজব আলী বিজয়ী সকল আলেম পড়ুয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি তমেজ উদ্দিন গাজী, মাদ্রাসার মুহতামিম মাওঃ সালিম উদ্দিন, কওমি মাদ্রাসা মসজিদের সভাপতি মোঃ রজব আলী, শিক্ষক হাফেজ আসমাতুল্লাহ, হাফেজ মাওঃ ইব্রাহিম, হাফেজ ওমর ফারুক, মুফতি আবু সাঈদ, হাফেজ ইমরান হোসেন, হাফেজ আবুল হাসান, বুধহাটা পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক রাসেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।