কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ভাষা শহিদ স্মৃতি দিবা-রাত্র নকআউট ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠের ভলিবল কর্নারে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) রিপন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিন ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া ভলিবল ক্লাবের সভাপতি প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক দুই সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।
এছাড়াও সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পি এল সি’র মহা ব্যবস্থাপক রোকনুজ্জামান। কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কলারোয়া ভলিবল ক্লাবের আয়োজনে দীর্ঘ কয়েক যুগ পর কলারোয়ায় এই ভলিবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে রূপালী ব্যাংক পি এল সি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি। টুর্নামেন্টে যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার আটটি দলে জাতীয় পর্যায়ের কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এ সময় বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।