নিজস্ব প্রতিনিধি : “চলো বদলে দিই”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনার ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি পথচারীদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদের অঙ্গীকার সকালে আয়োজিত এই কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা ঝাড়ু ও আবর্জনা সংগ্রহের ব্যাগ হাতে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করেন। তবে তাঁদের মূল উদ্দেশ্য শুধুমাত্র এলাকা পরিচ্ছন্ন করা নয়, বরং নাগরিকদের মাঝে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা। ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “আমরা চাই শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং প্রতিদিনই সবাই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকুক।
এটি আমাদের শহর, তাই একে সুন্দর ও পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব।” ভিবিডি সাতক্ষীরার এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং নতুন প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। এই পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাবেক প্রেসিডেন্ট মো. হোসেন, ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুনসহ কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ ভলান্টিয়াররা।